রাজউকের তদারকির অভাবে আবাসনে ঝুঁকি বাড়ছে

বিশেষ প্রতিনিধি:
রাজউকের নিয়মিত তদারকি থাকলে আমাদের সাধারণ বাড়িওয়ালা, ভাড়াটিয়া, পরিবার পরিজনের কোন জাতীয় ঝুঁকি সম্মুখিন হতে হয় না। আপরদিকে এক শ্রেনীর ভূমি মালিক বেআইনী ভাবে অবকাঠামো নির্মাণ করে নানা সমস্যা ও ঝুঁকিতে ফেলছেন অন্যান্য জমির মালিক ও পরিবারের সদস্যদের।
উত্তরা দক্ষিন খান এলাকার গোয়ালটেক জামে মসজিদ সংলগ্ন, গোলাম মোঃ তারিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর গত ১৬ সেপ্টেম্বার ২০২৫ এক আবেদনে বলেছেন, নিয়মের তোয়াক্কা না করে বাড়ি ১৬, রোড-৩৬, গুলশান, ঢাকা, এই ঠিকানায় হোম স্টেড আপন নিবাস নামে একটি এপ্যার্টমেন্ট নির্মাণ করা হচ্ছে। বাড়ি নির্মাণে রাজউক নিয়ম মেনে জমি ছাড়তে হবে। বাড়ি নির্মানে তারা ইট, বালু, রড, সিমেন্ট ও অন্যান্য রাবিশ নিজেদের তত্তাবাধনে রাখবেন। অন্য বাড়ির সীমানায় রাখতে পারবেন না। কিন্তু এ বিষয়টি তারা পালন করেন না।
এরকম অভিযোগ তিনি ২২ ডিসেম্বর ২০২৪ উত্তরা জোন-২ পরিচালক কে অভহিত করেছিলেন। কিন্তু এর কোন প্রতিকার বা সমাধান হয়নি। বাড়িটির যে ভাবে নির্মাণ হচ্ছে তাতে বাড়িটি নির্মান, প্লান ও ম্যাপে নানা রকম অসংগতি সাদা চোখেই ধারাপড়ে। এত গায়ে গায়ে লাগানো অবকাঠামো কোন ভাবে নির্মিত হতে পাড়ে তা স্থানীয়দের মাঝেও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় অন্যান্য এলাকায় বহু বাড়ির উন্নয়ন তদারকি কারার জন্য রাজউকের তত্তাবধনে একটি পরিদর্শন দল সরেজমিনে পরিদর্শন ও অবৈধ্য স্থাপনা সাড়িয়ে বা ভেঙ্গে দিলে আবেদন কারী গোলাম মোহাম্মদ তারিক কৃতজ্ঞ থাকবেন বলে জানান।

Related posts