বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিটের জীবনে নতুন প্রেমে এসেছে। বহু বছর আগে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তার সম্পর্ক শেষ, বর্তমানে তিনি নতুন প্রেমিকা ইনেস দে র্যামনের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছেন।
মার্কিন প্রতিবেদনের বরাতে, পিট ও ইনেস নতুন বর্তমানে নতুন বাড়িতে একসঙ্গে বসবাস করছেন।
ঘনিষ্ঠ সূত্র জানায়, ব্র্যাড তার সব ভ্রমণে ইনেসকে নিয়ে যান। বাড়িতে থাকলেও একসঙ্গে সময় কাটান গল্প করে। নতুন বাড়ি তারা নিজেদের মতো করে সাজাচ্ছেন।
ব্র্যাড পিট-ইনেস জুটি এখন আগের চেয়েও অনেক সুখি। তাদের সম্পর্ক এখন বেশ শক্তিশালী। ব্র্যাড যে সত্যিকারের ভালোবাসায় ভরপুর এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
২০২২ সালে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এরপর ২০২৪ সালের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো তারা একসঙ্গে লাল গালিচায় হাজির হন।
৬১ বছর বয়সী ব্র্যাড পিটের ফর্মুলা ওয়ান সিনেমার প্রচারণায় ছিলেন ৩২ বছর বয়সী ইনেস।
